সংবাদ বিজ্ঞপ্তি: বীমা ব্যবসা সম্প্রসারণ ও জনসাধারণের দোরগোড়ায় বীমার সুবিধা পৌঁছাতে যমুনা ব্যাংক পিএলসি’র সঙ্গে ব্যাংকাস্যুরেন্স চুক্তি করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সোমবার (২১ অক্টোবর) কোম্পানিটির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনবীমা প্রধান মো. আবুল কাসেম, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, এসইভিপি ও হেড অব এইচআরডি মো. এনামুল হক, ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান ইভিপি এস এম বাকী বিল্লাহ।
বিজ্ঞাপন
এছাড়াও যমুনা ব্যাংকের ডিএমডি ও আইটি প্রধান আতিকুর রহমান, এসইভিপি ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং এসএভিপি, হেড অব ব্যাংকাস্যুরেন্স মো. বাসির উদ্দিন।
এ সময় কাজিম উদ্দিন বলেন, ব্যাংকাস্যুরেন্স মূলত পারস্পরিক অংশীদারিত্ব চুক্তি। ব্যাংকাস্যুরেন্স পলিসি বিপণনের ফলে ব্যাংক ও বীমা কোম্পানি উভয়েই লাভবান হবে। এ চুক্তির ফলে যমুনা ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত শাখাসমূহের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে বীমার আওতায় আনা সম্ভব হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, বীমা একটি সেবামূলক পেশা। বিশ্বব্যাপী বীমাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হলেও বাংলাদেশে বীমা প্রতি সর্বসাধারণের আস্থা ও বিশ্বাস তেমন বাড়েনি। ব্যাংকাস্যুরেন্স প্রবর্তন হওয়ায় ব্যাংক করপোরেট এজেন্ট হিসেবে বীমা কোম্পানির পণ্যগুলো তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিক্রয় করবে। ফলে বীমা সম্পর্কে মানুষ সচেতনতা ও আগ্রহী হবে এবং বীমার প্রতি মানুষের আস্থা বাড়বে।