জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকায় শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও পুলিশসহ অনেকে আহত হন। এ সময় বেগমগঞ্জের কলেজ রোডের বেশকিছু মন্দির ও দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার বলেন, ১৪৪ ধারা চলাকালীন লোকাল সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চৌমুহনীর কোথাও দাঁড়াতে পারবে না।