পপুলার২৪নিউজ ডেস্ক:
বিপুল পরিমাণ ‘ক্রিস্টাল মেথামফেটামিন’ নামক উচ্চ আসক্তি সৃষ্টিকারী মাদক-সহ অন্য নানা ধরনের মাদক, মাদক তৈরির উপকরণ এবং প্রচুর নগদ অর্থ উদ্ধারের আশায় অস্ট্রেলিয়ার পুলিশ গত বছর মাদক চোরাচালানকারীদের একটি আস্তানায় হানা দেয়। কিন্তু ব্যাপক তল্লাশি শেষে কোনো কিছু না পেয়ে হতাশ হয়ে ফেরার মুহূর্তে তারা দেখতে পান, আর কিছু নয় সেখানে অবস্থান করছে একটি ৬ ফুট লম্বা অজগর।
কিন্তু বিস্ময়ের তখনো অনেক বাকি। একটু পরই অজগরটির বেপরোয়া আচরণে তারা বুঝতে পারেন এটি তীব্র মাত্রায় নেশাসক্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে এর গায়ে ও চামড়ায় মাদকের উপস্থিতিও টের পান তারা। তবে প্রায় সাত মাস পর দেশটির এক পুনর্বাসন কেন্দ্রের নির্বাচিত ১৪ জন বন্দির দ্বারা ‘বন্যপ্রাণী পরিচর্যা প্রোগ্রাম’ এর আওতায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে এসেছে ‘ভয়াবহ আক্রমণাত্মক’ সাপটি।
এটি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত সর্বনিম্ন সুরক্ষিত কারাগার যেখানে প্রায় ২৫০টি বন্যপ্রাণীকে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া এখানে ক্যাঙ্গারু, ওয়ালাবিস, পোসাম, ওমব্যাট ও স্থানীয় কিছু পাখিকে আলাদা ঘরে খুব যত্নর সঙ্গে রাখা হয়েছে। জন মরোনি কারেকশনাল কমপ্লেক্সটিতে পুলিশের অভিযানে উদ্ধারকৃত সরীসৃপ জাতীয় প্রাণীদেরও রাখা হয়।
সেখানকার এক পুনর্বাসনকর্মী জানান, দেশটিতে কিছু অপরাধী তাদের আগ্নেয়াস্ত্র ও মাদকসামগ্রী লুকানোর ক্ষেত্রে এসব ভয়ংকর বিষধর সাপ ব্যবহার করে থাকে। তবে ওই মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে মামলা শেষ হয়ে যাওয়ায় অজগরটিকে নতুন কোনো মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
পুনর্বাসন কেন্দ্রের প্রধান ইভান ক্যালডার বিবিসির ওয়াইল্ডলাইফ প্রোগ্রামকে জানান, ‘নেশাসক্ত প্রাণী আটক অস্ট্রেলিয়ায় নতুন কিছু নয়। আমরা প্রায় ২০ বছর যাবৎ পরিচর্যার মাধ্যমে এসব অসহায় বন্যপ্রাণীকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে আসছি। ‘
সূত্র : বিবিসি