নেপালে বিমান দুর্ঘটনা: বাসায় ফিরছেন আহত অ্যানি

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত আলামুন নাহার অ্যানি চিকিৎসা শেষে আজ মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন।

গত ১৬ মার্চ অ্যানিকে কাঠমান্ডু থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, অ্যানির অবস্থা ভালো। তাকে ছাড়পত্র দেয়া হচ্ছে। বেলা ১১টা নাগাদ তিনি বাড়ি যেতে পারবেন।

ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় আহত অ্যানি স্বামী ও সন্তান হারিয়েছেন।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হয়ে ৫১ যাত্রী নিহত হন। এর মধ্যে ২৬ বাংলাদেশি রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন ১০ বাংলাদেশি।

ওই বিমানে যাত্রী ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের পাঁচজন। তাদের মধ্যে এফএইচ প্রিয়ক ও তার মেয়ে আড়াই বছরের তামারা প্রিয়ন্ময়ী নিহত হন। আহত হন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি এবং মেহেদী হাসান ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়ার ভ্রু কাঁপানো দৃশ্য নিষিদ্ধের দাবি
পরবর্তী নিবন্ধট্রাম্পের আইনজীবী কোহেনের দপ্তরে এফবিআইয়ের অভিযান