নেপালে পরপর দু’বার ভূমিকম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
মাঝারি মাপের ভূমিকম্পে পরপর দু’বার কেঁপে উঠল নেপাল। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী শহর কাঠমাণ্ডুতেও। রিখটার স্কেলে ৪.৬ ও ৪.৭ মাত্রার এই ভূকম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

প্রথম কম্পন অনুভূত হয় সকাল ন’টা বেজে ২২মিনিটে। পরের কম্পনটি অনূভূত হয় ১০টা বেজে ছ’মিনিটে। প্রথম ভূকম্পনের কেন্দ্রস্থল মধ্য নেপালের সালু। পরের ভূকম্পনের কেন্দ্রস্থলটি পশ্চিম নেপালের সোয়ারনা।

উল্লেখ্য, ২০১৫-র ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ৭.৮ মাত্রার এই বিপর্যয়ে প্রায় ন’হাজার জনের মৃত্যু হয়। এই ঘটনায় আট লাখ বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। ভারত নেপাল সীমান্তবর্তী এবাকায় ১০২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয় ১৩ হাজার বাড়ি।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
পরবর্তী নিবন্ধদিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ