এবার নেপাল জয় করল ঢাকা আবাহনী লিমিটেড। নেপালের মানাং মারসিয়াংদি ক্লাবকে ১-০ হারিয়ে এএফসি কাপের গ্রুপপর্বের বাধা টপকালো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায় খেলাটি শুরু হয়। আবাহনীর হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আবাহনীর বিদেশি ফুটবলার মাসিহ সাইগানি। ২৭ মিনিটে কর্নার থেকে এই গোল করেন এই আফগান ডিফেন্ডার।
এএফসি কাপে এর আগে আরও দু’বার অংশ নেয় আবাহনী। খেলেছে পাঁচটি এএফসি প্রেসিডেন্ট কাপের আসরেও। কিন্তু দুইবার খেলেও গ্রুপপর্বের বাধা টপকানো সম্ভব হয়নি আবাহনীর পক্ষে। এবার সেই বাধা অতিক্রম করল আকাশি নীল শিবির।
২০১৭ ও ২০১৮ সালে দুটি এএফসি কাপে খেললেও গ্রুপপর্বের গেরো খুলতে পারেনি আবাহনী। ১২টি ম্যাচ খেলে দুটি করে জয় ও ড্র। এবার নকআউট পর্বে খেলার লক্ষ্য নিয়েই নেপাল যায় আবাহনী।
এএফসি কাপে দক্ষিণ এশিয়ার যে চারটি ক্লাব খেলছে, তাদের শক্তির তারতম্য বিস্তর। নেপালের মানাং মারসিয়াংদি ক্লাব ও ভারতের দুটি ক্লাব মিনারভা পাঞ্জাব ও চেন্নাইয়ান এফসিকে টপকে পরের রাউন্ডে ওঠা আবাহনীর জন্য কঠিন।
তবে প্রথম ম্যাচ জয়ে সেই কাঠিন কাজটি কিছুটা হলেও সহজ করেছে আবাহনী। এভাবে পারফর্ম করতে পারলে প্রত্যাশিত ফল আসবেই।