জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
নেত্রকোনায় এক মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অশ্লীল নৃত্য প্রদর্শনের ঘটনা ঘটেছে।
জেলার দুর্গাপুরের বহেড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও প্রশাসন সূত্র জানায়, নেত্রকোনার টঙ্ক আন্দোলনের শহীদ নারী নেত্রী হাজং মাতা রাশিমণির ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৭ দিনব্যাপী রাশিমণি মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়।
শনিবার বিকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই মেলা অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন হানা দিয়ে তা উচ্ছেদ করে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই মেলায় প্রশাসন হানা দেয়। পরে এসব কর্মকাণ্ডের আস্তানা উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ভাষার মাসে মহিয়সী নারীর স্মৃতিবিজড়িত এলাকায় নির্লজ্জ কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।