নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনে সব ধরনের প্রচার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

তবে প্রচার বন্ধ করলেও বিএনপি নির্বাচনী মাঠ থেকে সরবে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরীর মিয়াপাড়া রোডের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্জু এ ঘোষণা দেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীজুড়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারে জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। এ ছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

মঞ্জু অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি হবে ভয়াবহ বলেও ডিবি হুমকি দিয়েছে।

এ পরিস্থিতিতে গণগ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তি দেয়া পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগৌরব-দেবলীনার প্রেমে আর রাখঢাক নেই
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী-জঙ্গিদের কোনো ধর্ম নেই: প্রধানমন্ত্রী