পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নেইমার নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে বার্সেলোনা।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বুধবার রাতে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। আগের ম্যাচেও নেইমারের জোড়া গোলে যুভেন্টাসকে হারিয়েছিল বার্সা।
ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে বার্সার আত্রমণ-ত্রয়ী। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত।
ম্যাচের ১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া মেসির শট ডান পোস্টে লাগায় এগিয়ে যেতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
প্রথমার্ধের ৩১তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল আন্তোনিও ভালেন্সিয়া বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নেইমার বল নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান।
ওই এক গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। পরে আর ম্যাচে ফিরতে পারেনি জোসে মরিনহোর শিষ্যরা।