চোট কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে ফিরলেও সেরা ছন্দে দেখা যায়নি নেইমারকে। এরপর গেল সপ্তাহে ফরাসি সুপার কাপে পিএসজির ৪-০ গোলের জয়ে শেষ দিকে বদলি হিসেবে নামেন তিনি। তাতেই ঝলক দেখিয়ে রাজকীয় প্রত্যাবর্তনের আভাস দেন ব্রাজিল যুবরাজ।
অবশেষে স্বরূপে দেখা গেল নেইমারকে। নিজে গোল পেলেন, সতীর্থদের দিয়ে লক্ষ্যভেদও করালেন। প্রত্যাশিত জয় পেলেন দ্য পারিসিয়ানরাও। তার দুর্দান্ত নৈপুণ্যে ফরাসি লিগ ওয়ানে কঁকে ৩-০ গোলে হারিয়েছেন তারা।
রোববার রাতে ঘরের মাঠে দারুণ শুরু পায় পিএসজি। ১০ মিনিটে সফল নিশানাভেদে দলকে লিড এনে দেন নেইমার। এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ শিবিরে মুহুমুর্হ আক্রমণ হানতে থাকেন তারা। ফলে এগিয়ে যেতেও খুব একটা সময় লাগেনি। ৩৫ মিনিটে কয়েকজনকে কাটিয়ে গোলমুখে বল ঠেলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তা জালে জড়াতে কোনোভাবেই ভুল করেননি আদিওঁ রাবিও। আলতো টোকায় এ কাজ সম্পন্ন করেন তিনি। এতে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যান স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করে কঁ। সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে পিএসজির ওপর ঝাঁপিয়ে পড়েন তারা। রীতিমতো ত্রাস ছড়ান। তবে শেষ পর্যন্ত কঁকের প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। উল্টো অতি আক্রমণের খেসারত গুণে শেষ দিকে গোল হজম করতে হয় তাদের। ৮৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন টিমোথি উইয়াহ। তাতে ছিল নেইমারের ছোঁয়া। এতে চোট কাটিয়ে প্রায় সাড়ে ৫ মাস পর তার প্রথম একাদশে অন্তর্ভুক্তি সফল হল।