নেইমারকে ছাড়াই রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা

পপুলার২৪নিউজ ডেস্ক:

নেইমারকে ছাড়াই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ অফিসিয়ালকে ব্যঙ্গ করার দায়ে ব্রাজিলিয়ান তারকার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সা।

গত রবিবার (৯ এপ্রিল) মালাগার মাঠে ২-০ গোলে হারের ম্যাচটিতে লাল কার্ড দেখেন নেইমার। মাঠ ছাড়ার সময় ম্যাচ অফিসিয়ালকে ব্যঙ্গ করাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো!

এ অভিযোগের জেরেই বাড়তি আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। বার্সায় চার মৌসুমের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ডের নিষেধাজ্ঞার মুখে নেইমার।

মিস করবেন রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৩ এপ্রিল (রবিবার) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার হাইভোল্টেজ এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৬
পরবর্তী নিবন্ধ‘মেসি মেসিই, আমি পাওলো’