নুমানসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে দ্বিতীয় সারির দল নুমানসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এ নিয়ে স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল লস ব্লাঙ্কোজরা।

বৃহস্পতিবার নুমানসিয়ার মাঠে আতিথ্য নেয় রিয়াল। এ ম্যাচে দ্বিতীয় সারির দল নামান জিনেদিন জিদান। এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৩-০ ব্যবধানে হারা দলটির একাদশ থেকে আনেন ১০টি পরিবর্তন।

দ্বিতীয় সারির দল নিয়েও দাপট দেখিয়েছে রিয়াল। প্রথমে একটু খেই হারালেও ধীরে ধীরে গুছিয়ে ওঠে দলটি। পরে প্রতিনিয়ত প্রতিপক্ষ শিবিরে ভীতি সঞ্চার করে তারা।

লস ব্লাঙ্কোজরা প্রথম সাফল্য পায় ৩৫ মিনিটে। এ সময় লুকাস ভাসকেসকে কার্লোস গঞ্জালেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। গত সেপ্টেম্বরের পর স্প্যানিশ কোনো লিগে এটিই ওয়েলস ফরোয়ার্ডের প্রথম গোল।

১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় দলটি। তবে গোলের দেখা মিলছিল না।

৬০ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন দিয়ামানকা। এতে ১০ জনের দলে পরিণত হয় নুমানসিয়া। একে দারুণভাবে কাজে লাগান জিদান। ৭৪ মিনিটে বদলি হিসেবে নামান ইসকোকে। এতে আক্রমণের গতিও বাড়ে। তবু প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারছিল না তারা।

অবশেষে ৮৯ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এ সময় কার্লোস গুতিয়ারেজ ভাসকেসকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। সফল স্পট কিক থেকে ব্যবধান বাড়ান ইসকো।

যোগ করা সময়ের প্রথম মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে দলের হয়ে তৃতীয় গোল করেন বোরহা মায়োরাল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল দলটি।

তথ্যসূত্র: বিবিসি

 

পূর্ববর্তী নিবন্ধ২০ বছরের কম বয়সীকে বিয়ে করলেন সিমলা
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু