বিনোদন ডেস্ক : নোরা ফাতেহি মানেই নৃত্য ও সুরের উন্মাদনা। পাশাপাশি ফ্যাশনেও বলিউডের অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকেন তিনি। আবারও নোরা নতুন রূপে তার ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হয়েছেন।
উজ্জ্বল নীল পোশাকে যেন আরও মোহময়ী হয়ে উঠলেন অভিনেত্রী। নোরার পোশাকের সঙ্গে ছিল যথাযথ মেকআপ ও অ্য়াকসেসরিজ। নোরার হেয়ারস্টাইলও ছিল ফ্য়াশনপ্রেমীদের নজর কাড়ার মতো।
তার ইনস্টাগ্রামে এ ছবিগুলো প্রকাশ করছেন। ছবিগুলো দেখে তার ভক্ত অনুরাগীরা প্রশংসা করছেন।