নীলফামারীতে ট্রাকচাপায় মা – মেয়ে নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার আন্ধারু মোড় এলাকার রুবেল ইসলামের স্ত্রী নাজমা (৩০) ও তার শিশুকন্যা রুবিনা (৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে সোনারায় মাজার এলাকার মেয়ে নাজমা তার শিশুকন্যা রুবিনাকে নিজে ভ্যান চালিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দিচ্ছিলেন হিমাই।

পথে সোনারায় মোড় থেকে ছেড়ে আসা চালভর্তি মেসার্স আরএম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ট-১৬-৩২২১) নামে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ওই ভ্যানে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকচাপায় ঘটনাস্থলে নাজমা বেগম ও তার শিশুকন্যা রুবিনার মৃত্যু হয়।

ভ্যানচালক নাজমার বাবা হিমাইকে গুরুতর অবস্থায় দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডোমার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা ও শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তিনি নীলফামারী সদর ইউনিয়নের ইটাখোলা ডাঙ্গাপাড়ার মৃত জসমত আলীর ছেলে।

ডোমার সদর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য নূর ইসলাম জানান, সোনারায় থেকে আন্ধারু মোড়ের রাস্তাটি অনেক চিকন, তবু ওই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করায় প্রায় দুর্ঘটনা ঘটেই চলেছে।

ডোমার থানা ওসি মোকছেদ আলী জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মা ও মেয়ের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রী হতে অনলাইনে আবেদন
পরবর্তী নিবন্ধরংপুরের এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত