পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর নীলক্ষেতের নিউমার্কেটের পুরনো একতলা ভবনের ওপরে নতুন করে দোতলা নির্মাণের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
সোমবার দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে কয়েকশ ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
উচ্চ আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এ ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে।
এ মার্কেটের একটি দীর্ঘ ঐতিহ্য আছে উল্লেখ করে তারা বলেন, এভাবে মার্কেট ভবনের পরিবর্তন আনলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
ব্যবসায়ীরা বলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এ অবরোধ প্রত্যাহার করবেন।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন তাদের তিন দাবির কথা জানিয়েছেন। নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, সেটা অমান্য করে মাস্টারপ্ল্যানের বাইরে ছাদে দোকান হচ্ছে। সমিতির পক্ষ থেকে এটি বন্ধের দাবি জানান তিনি।
নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় তারা সেই চেষ্টা চালাচ্ছেন।