নির্বাচন সুষ্ঠু হতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি

জেলা প্রতিনিধি:

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে।

তিনি বলেন, যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটি তাদের মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলার যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তার দায়দায়িত্ব তাদের নিতে হবে।

রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটাররা কাকে ভোট দেবেন; কে জিতবে, হারবে সেটি আমাদের বিষয় নয়। কিন্তু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটি পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি বলেন, ‘মাঠ কর্মকর্তাদের নিয়ে পক্ষপাতিত্বের কোনো স্কোপ নেই। আমরা খুব স্ট্রং ভাষায় বলেছি, আপনাদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। এটি মনে করলে চলবে না যে আইনশঙ্খলা বাহিনী মানেই সরকারের বাহিনী, বা সরকারি দলের বাহিনী। তারা সরকারিভাবে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচালের রপ্তানি অর্ধেক কমাচ্ছে ভিয়েতনাম, অস্থিরতার শঙ্কা
পরবর্তী নিবন্ধপুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি