নির্বাচন বানচালে নয়াপল্টনে বিএনপির আগুন সন্ত্রাস: আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক :

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষকে দলটির নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নির্বাচন বানচাল করার জন্যই রাজধানীর নয়াপল্টনে বিএনপি আগুন সন্ত্রাস করেছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস। হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ির ওপরে উঠে কীভাবে ধ্বংসযজ্ঞ করেছে এবং পুড়িয়েছে তা আপনারা দেখেছেন। বিএনপির এ কার্যকলাপ ২০১৪ সালের আগুন সন্ত্রাসের দৃশ্যগুলো মনে করিয়ে দেয়।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়ত দেশব্যাপী তাণ্ডব চালিয়েছিল। তাদের আগুন সন্ত্রাসে হাজার হাজার মানুষ আজ ভুক্তভোগী।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে মাঠ দিবস পালন
পরবর্তী নিবন্ধমুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত