নির্বাচনে জনগণের রায় মেনে নেবে আ’লীগসহ ১৪ দল: নাসিম

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

আওয়ামী লীগ এ দেশের মানুষের অনুভূতির দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি।

মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের সব অর্জনে নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কোনো সংশয় নয়, নির্বাচনে হার-জিত মেনে নেবে আওয়ামী লীগসহ দলের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে। কিন্তু নির্বাচনে হেরে গেলে কোনো দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করবে তা এ দেশের জনগণ মেনে নেবে না।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদ্য প্রয়াত সিরাজুল ইসলাম খানের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম মরহুম সিরাজুল ইসলাম খানকে একজন বিনয়ী ও সত্যিকারের নির্লোভ, ত্যাগী রাজনীতিবিদ উল্লেখ করে বলেন, তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি নিজের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করেছেন। তার মতো নিরহঙ্কার, আদর্শবান ও যোগ্য নেতা এ সময়ের রাজনীতিতে খুবই প্রয়োজন ছিল।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ জননেতা সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস।

 

পূর্ববর্তী নিবন্ধঢাকাকে বাসযোগ্য নগরী করব : ইশরাক
পরবর্তী নিবন্ধপ্রেমের টানে ব্রিটিশ তরুণ চট্টগ্রামে, মুসলিম হয়ে বিয়ে