‘নির্বাচনে অংশগ্রহণ করা গণতন্ত্রের সাফল্যের অন্যতম মাপকাঠি’

পপুলার২৪নিউজ ডেস্ক:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জোট-মহাজোট অনেক কিছুই হবে। আমরা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এ ধরনের প্রক্রিয়াকে স্বাগত জানাই।

আমরা মনে করি গণতান্ত্রিক দেশে নির্বাচনে অংশগ্রহণ করা ও এই প্রক্রিয়াকে শক্তিশালী করাই গণতন্ত্রের সাফল্যের অন্যতম মাপকাঠি।বুধবার মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ স্বাগত জানান। বিদ্যালয়টির পঞ্চাশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেক।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার পক্ষে অসমাপ্ত যুক্তিতর্ক বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধজিডি ছাড়াই তোলা যাবে হারানো জাতীয় পরিচয়পত্র