নিম্নআদালতে বিচারাধীন সব ফৌজদারি মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

সারা দেশের দায়রা জজ আদালতগুলোতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি সব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলাগুলোর তালিকা আগামী ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশও দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফৌজদারি মামলার এক আসামির জামিন শুনানিকালে আদালত এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে নরসিংদী জেলায় একটি ডাকাতি হয়। ওই ডাকাতি মামলায় এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আজ ওই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।

শুনানিকালে আদালতের মনে হয় যে, ওই ডাকাতি মামলার সাক্ষীরা দীর্ঘদিনেও সাক্ষ্য দেয়নি। এ কারণে মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। বিচারিক আদালতে দীর্ঘদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

এর পর অপর এক আদেশে সব দায়রা জজ আদালতে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল এবং এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধশক্তি ও সাহসের উৎস বই
পরবর্তী নিবন্ধকাশ্মীরে অভিযান : ভারতের শেয়ার বাজারে ধস