পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে পৃথক আলোচনার সময় তিনি এ পরামর্শ দেন।
এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় ৭ দফা প্রস্তাব পেশ করেছে খেলাফত মজলিস।
আর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করার প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রাষ্ট্রপতি বলেন, আলাপ-অলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্ব কমে আসবে এবং সংকট নিরসনের পথ খুলবে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
খেলাফত মজলিস
সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নসহ ৭ দফা প্রস্তাবনা দিয়েছে খেলাফত মজলিস।
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাবনা তুলে ধরে দলটি।
খেলাফত মজলিসের প্রস্তাবনার মধ্যে আরও রয়েছে, নির্বাচনকালীন সময়ের জন্য সংবিধানের ভেতর থেকে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচনকালীন সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন। বিদায়ী সংসদ ভেঙে দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এ জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন, পাঁচ সদস্যের সার্চ (বাছাই) কমিটি গঠন, সার্চ কমিটিতে আলেম সমাজের প্রতিনিধি রাখা, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের প্রধান এবং সদস্য নিয়োগ, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ করা, নির্বাচনের পরিবেশ রক্ষা করা।
এছাড়া দলটি ইসির নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার প্রস্তাব দেয়।
খেলাফত মজলিস মহাসচিব আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন, দলটির সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. সিরাজুল হক, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ওলামাবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেয়। এতে নেতৃত্ব দেন দলের নির্বাহী সভাপতি মুহাম্মদ ওয়াক্কাস।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, প্রতিনিধি দল দুই দফা প্রস্তাব দেন। তারা বলেন, দেশ ও জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ জনমনে আশার সঞ্চার করেছে।
তারা বলেন, নির্বাচন কমিশন যত নিরপেক্ষ হবে ততই জাতির নিকট আস্থাভাজন হবে। জমিয়তে উলামায়ে ইসলাম স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সুস্পষ্ট আইন প্রণয়নের প্রস্তাব দেয়। তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেন।