নিখোঁজের পর শাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নিখোঁজ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু হয়েছে।

বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকার রেল লাইনের পাশ থেকে ওই শাবি শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শাবি শিক্ষার্থীর নাম মোস্তাইন রাজ্জাক মামুন (২২)। তিনি শাবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

মামুনের বাবা আব্দুর রাজ্জাক সিলেট নগরীর বেসরকারি মেডিকেল কলেজ নর্থ ইস্টের চিকিৎসক ও তার মা হুসনে আরা বেগম কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

মামুনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জাওয়াবাজার এলাকায়।

তিনি সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় বাবা-মার সঙ্গে বসবাস করতেন।

পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি মামুন।

সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাঠি এলাকার রেল লাইনের পাশের ডোবা থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, মামুন ট্রেন থেকে পড়ে গেছে, না কেউ তাকে ফেলে দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামুনের খালু কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় মামুন। রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। তার ফোনও বন্ধ ছিল। তিনি দাবি করেন, মামুনকে কেউ ট্রেন থেকে ফেলে দিয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, তার মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট-এ ১৫ কোটি টাকা সহয়তা
পরবর্তী নিবন্ধআ’লীগের ৪ কর্মী হত্যা মামলায় ২৩ আসামির মৃত্যুদণ্ড