পপুলার২৪নিউজ প্রতিবেদক :
আমাজন জঙ্গলে বিচিত্র রকমের ঘটনা শুনতে পাওয়া গেলেও এই জঙ্গলে হারিয়ে গিয়ে পর্যটকদের বেঁচে ফেরার খবর বিরল। তবে এবার হারিয়ে যাওয়া চিলির এক পর্যটককে নির্ঘাত মরনের হাত থেকে বাঁচিয়ে দিলো বানর। ন্যাশনাল জিওগ্র্রাফির বরাত দিয়ে ডেইলি মেইল এক প্রতিবেদনে এ কথা জানায়।
মাইকেল কোরোসেও অ্যাকুয়ানা নামে ২৫ বছর বয়সী ওই পর্যটক আমাজন জঙ্গলে নিখোঁজ হবার ৯ দিন পর সন্ধানকারীরা খুঁজে পায়। এতোদিন আমাজনের গহীন জঙ্গলে খাদ্য ও পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তাই অ্যাকুয়ানার সন্ধান পাবার পর সবার মনে একটাই প্রশ্ন ছিলো সে কিভাবে এতোদিন ওই জঙ্গলে বেঁচে ছিলো। এর উত্তরে তিনি জানান, বানরের একটি দল খাদ্য ও পানির সন্ধান দিয়ে তাকে বাঁচিয়েছে।
অ্যাকুয়ানা আমাজন জঙ্গলের বলিভিয়ার অংশে ছুটি কাটাতে গিয়েছিলেন। তিনি ম্যাক্স অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অন্যান্য সদস্যদের সঙ্গে মাইকুল টুইসি নদীর নিকটবর্তী ম্যাডিডি জাতীয় পার্কের কাছে ক্যাম্পেইন করেছিলেন। ন্যাশনাল জিওগ্রাফ্রির একটি প্রতিবেদনে জানানো হয়, অ্যাকুয়ানা নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পূর্বে অদ্ভুত আচরণ করেছিলেন। ম্যাক্স অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মালিক ফায়জার নাভাও একই কথা জানান।
তিনি বলেন, এক সন্ধ্যায় তারা অ্যাকুয়ানাকে খুব উত্তেজিত অবস্থায় পায়। ওই সময় তার চেহারা স্বাভাবিক মানুষের মতো ছিলো না বলেও জানান তিনি। তারপর নাভা ও তার দলের সদস্যরা বনের দেবীকে খুশি করতে ‘পাচামামা’ নামের একটি পূজা করতে অ্যাকুয়ানাকে স্বাগত জানায়। বনের দেবীকে খুশি করতে এটি সবসময় তারা করে থাকে। কারণ তারা বিশ্বাস করে পূজা না করলে তাদের ক্ষতি হবে।
তবে অ্যাকুয়ানা পূজা করতে অস্বীকার করেছিলো জানান নাভা। তার কিছুক্ষণ পর থেকেই অ্যাকুয়ানা ক্যাম্প থেকে নিখোঁজ হয়ে যায় বলেও যোগ করেন তিনি। অ্যাকুয়ানা নিখোঁজ হবার পর তাকে ফিরিয়ে আনতে শিবিরে আধ্যাত্মিক নেতা শ্যামনসকে নিমন্ত্রণ জানানো হয়। কারণ ক্যাম্পের সবাই মনে করেছিলেন অ্যাকুয়ানা পূজা করতে অস্বীকার করায় বনের দেবী তার উপর নারাজ হয়েছেন। তাই তারা বিশ্বাস করেন ডুয়েন্ডে নামক দুষ্ট পরীর জন্যই সে নিখোঁজ হয়েছে। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
অ্যাকুয়ানার খোঁজে পার্ক রেঞ্জার্সরা বেশ কয়েকদিন সন্ধান করলেও তার কোনো হদিস মিলেনি। তার নিখোঁজ হবার ৬ দিন পর সন্ধানকারী দলের একজন অ্যাকুয়ানার একটি কর্দমাক্ত মোজা খুঁজে পেলে তার দেখা পাওয়া যায়নি। নিখোঁজ হবার ৯ দিন পর সন্ধানকারী দলের সদস্যরা অ্যাকুয়ানার চিৎকার শুনতে পান। তারা ক্যাম্প থেকে ১ মাইল দূরে নদীর তীরে নৃশংস ভাবে কামড়ানো ও দংশিত অবস্থায় অ্যাকুয়ানাকে খুঁজে পায়।
পরবর্তীতে অ্যাকুয়ানা ন্যাশনাল জিওগ্রাফিকে তার নয়দিনের জঙ্গল বাসের গল্প শোনান। বানরদের কল্যাণে তিনি এতোগুলো দিন বেঁচে থাকতে পেরেছেন বলে জানান। তিনি দাবি করেন, স্তন্যপায়ীরা তার খাবারের জন্য গাছ থেকে মাটিতে ফল ফেলেছে। পাশাপাশি প্রতিদিন পানি ও আশ্রয়স্থলের সন্ধান তারাই দিয়েছে।
তবে কেনো বা কিভাবে অ্যাকুয়ানা ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিলো সেই সর্ম্পকে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। এই বিষয়ে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনকে তিনি বলেন, ‘আমি স্যান্ডেল পরিহিত অবস্থায় চলতে শুরু করি। এক পর্যায়ে আমি স্যান্ডেল, তারপর আমার সেলফোন ও টর্চ লাইট ছুড়ে ফেলে দেই এবং দীর্ঘসময় দৌড়ানোর পর আমি একটি গাছের নিচে থেমে চিন্তা করছিলাম, আমি কি করছি আর কেনোই বা করছি? তখস আমি ক্যাম্পে ফিরে যেতে চাই কিন্তু তা আর সম্ভব ছিলো না। কারণ আমি পথ হারিয়ে ফেলেছিলাম।’
তবে অ্যাকুয়ানা জানান, তিনি বলিভিয়ান জঙ্গলের কোনো নীতিকে মেনে চলেন না। তাকে বলিভিয়ান জঙ্গলের কোনো দেবতা নয় বরং ঈশ্বর বাঁচিয়েছেন বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, উদ্ধার হবার আগের রাত তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তাকে এই অবস্থা থেকে রক্ষা করতে। তাই ঈশ্বরই তাকে বাঁচিয়েছেন। ডেইলি মেইল ও দ্য সান