নিউজিল্যান্ড সফর শেষ মাহমুদুল হাসান জয়ের

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংই করা তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় এই সফরে আর ব্যাট হাতে নামতে পারবেন না।

মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনে নিউজিল্যান্ড থেকে এসেছে দুঃসংবাদ। ইনজুরির কারণে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইনফর্ম তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। চোট পাওয়ায় তার হাতে তিন সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে।

দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম এক ভিডিও বার্তায় জানান, ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। ডাক্তারের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

বায়েজিদ বলেন, জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা দরকার দেওয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে ৩ ট্রিলিয়নের প্রথম কোম্পানি হিসেবে মাইলফলকে অ্যাপল
পরবর্তী নিবন্ধআরও ৯ রাজনৈতিক দলের সঙ্গে বসছেন রাষ্ট্রপতি