নিউজিল্যান্ড ক্রিকেটারদের বাসায় থাকার নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ড বর্তমান দলের নয়জন সদস্যই থাকেন ক্রাইস্টচার্চে। সেখানে হামলার পর তাদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

নিউজিল্যান্ড স্থানীয় সময় শুক্রবার দুপুর পৌনে ২টায় ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলা হয়। এতে কমপক্ষে ২৭ জন নিহত হন। আহত হন আনুমানিক ২০-৩০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এনজেডসি জানিয়েছে, ক্রাইস্টচার্চে বসবাসকারী সবাই বাসায় থাকুন। পরিবারের প্রতি সতর্ক থাকুন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হওয়ার দরকার নেই।

ক্রাইস্টচার্চ হামলায় বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে। ফলে শিগগির দেশে ফিরছেন টাইগাররা। এ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। সেই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মিরাজরা।

পূর্ববর্তী নিবন্ধট্রলের শিকার হয়ে যা বললেন নুসরাত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়া ‘নির্দোষ’: বিএনপি