নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্ত

পপুলার২৪নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকায় যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

এ দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশের জ্যেষ্ঠ সার্জেন্ট টনি জিরিস।

স্থানীয় সময় শনিবার রাতে কাইমানাওয়া রেঞ্জের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে অভিজ্ঞ দুই পাইলট ছিলেন। তারা দু’জনই মারা গেছেন। এ দুই পাইলট ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না বিমানে।

শনিবার রাতে বিমানটি পালমারস্টন নর্থ থেকে তাপু হয়ে অকল্যান্ডের আর্ডমোরের উদ্দেশে যাচ্ছিল। তাপু যাওয়ার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধযে কারণে গান ছেড়ে দিয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ
পরবর্তী নিবন্ধমোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে ৪১৭