পপুলার২৪নিউজ ডেস্ক:
হঠাৎ করে কয়েক দিন ধরে কালো দেখাচ্ছিল নায়াগ্রা জলপ্রপাতের একাংশের পানি। মার্কিন-কানাডীয় সীমান্তে নায়াগ্রা জলপ্রপাতের ওই অংশের পানি থেকে দুর্গন্ধও আসছিল। বিষয়টি নিয়ে দর্শনার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যেমন বিরক্ত হচ্ছিলেন, তেমনি একটা শঙ্কাও তৈরি হয়েছিল তাঁদের মনে—কোনো ট্যাংকার ফুটো হয়ে পানিতে তেল ছড়িয়ে পড়েছে কি না?
গতকাল সোমবার বিশেষজ্ঞরা জলপ্রপাতের এই দুর্গন্ধযুক্ত কালো পানির রহস্য ভেঙেছেন। তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, পানি পরিষ্কারক কার্বন ফিল্টারের ফুটো অংশ থেকে নির্গত হওয়ার কারণেই পানিতে এত দুর্গন্ধ।
গত শনিবার রক্ষণাবেক্ষণের সময় ফিল্টারে ওই ফুটো তৈরি হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বিভ্রান্তি সৃষ্টি ও সাময়িক এ অসুবিধা জন্য সেখানকার বাসিন্দা ও পর্যটকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নায়াগ্রা জলপ্রপাত পানি বোর্ড (এনএফডব্লিউবি)। এক বিবৃতিতে তারা জানায়, এটি সাময়িক সমস্যা। পানিতে জমে যাওয়া কঠিন বস্তু ও কার্বনের অবশিষ্টাংশ অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। এতে কোনো জৈব তেল নেই।
নায়াগ্রা জলপ্রপাত আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার অন্টারিও প্রদেশের দুই দিকজুড়ে বিস্তৃত। জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে ৬৪ হাজার ৭৫০ ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে। শুধু সৌন্দর্যে নয়, এটি জলবিদ্যুৎ উৎপাদনেরও এক বিরাট উৎস।