নাসির হোসেন-ইলিয়াসকে সুবাহর আমন্ত্রণ

বিনোদন ডেস্ক : ফেসবুক লাইভে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে আসেন হুমায়রা সুবাহ। কারণ লাইভে ‘নাসিরের গার্লফ্রেন্ড’ বলে নিজেকে পরিচয় দেন সুবাহ। অন্যদিকে গায়ক ইলিয়াসকে বিয়ে করেছিলেন সুবাহ। যদিও তারা আলাদা হয়ে গেছেন; এসবই এখন অতীত।

সুবাহ অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নবাগত নায়িকা। এবার দুই প্রাক্তন নাসির, ইলিয়াসসহ তার সকল শুভাকাঙ্ক্ষীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানালেন সুবাহ।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সুবাহ বলেন, ‘‘এরই মধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। কিন্তু দর্শক আমাকে ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে পর্দায় প্রথবার দেখতে পাবেন। বিষয়টি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমার বন্ধু-বান্ধবসহ সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ।’’

নাসির-ইলিয়াসকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাবেন কিনা? উত্তরে সুবাহ বলেন—‘তাদেরকেও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় সুবাহর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও তানভীর তনু। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ওমর সানী, শাহনূর, সুচরিতা, শিবা সানু প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধআয়ারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভ শুরু শ্রীলঙ্কার
পরবর্তী নিবন্ধঅন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করলেন মাহিয়া মাহি