নাসিরনগরে সহিংসতা: আতিকের ৭ দিনের রিমান্ড আবেদন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
5ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপল্লীতে হামলার ঘটনার ‘মূলহোতা’ হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ সমর্থিত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শুক্রবার দুপুরে চেয়ারম্যান আতিককে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন।

বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়ে আদেশ দেবেন।

গত বছরের ৩০ অক্টোবর গৌরমন্দির ভাঙচুরের ঘটনায় এর অজ্ঞাত সাড়ে ১২শ’ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন মন্দির পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী।

এ মামলায় গ্রেফতার ট্রাকচালক নুরুল ইসলামসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে জানান, হরিপুর ইউনিয়ন থেকে কয়েকটি ট্রাকে করে লোকজনকে নাসিরনগর উপজেলা সদরে পাঠানো হয়। এর মধ্যে চেয়ারম্যান আতিক কয়েকটি ট্রাকের ব্যবস্থা ও ভাড়ার যোগান দিয়েছিলেন।

ওই জবানবন্দির ভিত্তিতে বৃহস্পতিবার চেয়ারম্যান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধযানজটের কবলে মির্জাপুর ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধমারজানের মৃত্যুতে মা-বাবার দুঃখ নেই