নার্সিং কর্মকর্তাকে নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অসৎ, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদ করায় দুই জন নার্সিং কর্মকর্তাকে দীর্ঘ ৯ ঘণ্টা বেআইনিভাবে আটক এবং হত্যার উদ্দেশ্যে শারীরিক ও মানসিক নির্যাতনকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।

সোমবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তব্যে বিএনএর সভাপতি খান মো. গোলাম মোরশেদ বলেন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আনন্দ কুমার দাস ও তার স্ত্রী গত ৩ মে নার্সিং কাউন্সিলে পেশাগত নিবন্ধন রিনিউ করতে গেলে কাউন্সিলের রেজিস্টার রাশিদা আক্তারের নেতৃত্বে কর্মচারীরা তাদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক রশিদুল মান্নাফ কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন।

তিনি বলেন, এই কাউন্সিলে আসা সব সেবাপ্রার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়, বিশেষত বর্তমান রেজিস্টার রাশিদা বেগম দায়িত্ব গ্রহণের পর সেই মাত্রা অনেকটাই বেড়ে গেছে। তাদের এই কর্মকাণ্ড ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। আমরা ওই কাউন্সিলের অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনের উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদ (সানাজ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএনএ) সভাপতি নাসিমুল হক ইমরান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধসৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার