নারী, শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মুকসুদপুরে প্রতিবাদ সমাবেশ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“পুরুষই পারে ধর্ষণ বন্ধ করতে” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে নারী, শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে আম্বালা ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে আম্বালা ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর “মর্যাদায় গড়ি সমতা” ক্যাম্পেইনের অংশ হিসাবে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম, মুকসুদপুর সংবাদের সহযোগী সম্পাদক ও আম্বালা ফাউন্ডেশনের রিপোর্টাস ফোরামের সদস্য সরদার মজিবুর রহমান, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বতু মোল্যা প্রমুখ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন আম্বালা ফাউন্ডেশনের মুকসুদপুর প্রোগ্রাম অফিসার আহমেদ মঈন। এছাড়াও আম্বালা ফাউন্ডেশনের মৎসজীবি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধএকনেকে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধসীতাকুন্ডে রাজা আম্বিয়া ঢালা সড়ক খুলে দেওয়ার দাবীতে এলাকাবাসীর অবস্থান