নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল পর্যায়ের ৮ নারী কর্মীকে সংবর্ধনা প্রদান করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী । আজ কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় নরসিংদী এলাকার তৃণমূল পর্যায়ের সফল ৮ নারী কর্মীকে এ সংবর্ধনা দেয়া হয়। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন সংবর্ধিত নারী কর্মীদের গোল্ড মেডেল পরিয়ে দেন। অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার, কোম্পানীর অরিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারী, এসইভিপি মোঃ এনামুল হক, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, নরসিংদীর এরিয়া প্রধান ওমর ফারুক বক্তব্য রাখেন।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, নারীর অনুপ্রেরণা ও সহযোগীতা ছাড়া পৃথিবীর কেউ সফল হতে পারেনি। নারীরা সকল কাজের প্রেরণাদায়ক। কর্মের মাধ্যমে নারীরা এখন পুরুষদের চেয়েও এগিয়ে। তিনি ন্যাশনাল লাইফের নারী কর্মীদের বীমার মাধ্যমে জনসেবায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান।