‘নারীদের মাথায় অর্ধেক বুদ্ধি থাকে’, মন্তব্য করে বিপাকে সৌদির এক ইমাম

পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবে একজন ইমামকে ধর্মপ্রচারের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ পেছনে তার একটি আপত্তিকর মন্তব্যই কাল হয়ে দাঁড়ায়।

তিনি বলেছিলেন, নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি তাদের নেই।
শেখ সাদ আল হাজারি নামের ওই ইমাম বলেছেন, নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি থাকে। আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।

প্রসঙ্গত, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ হাজারি।
একদিন এক আলোচনার প্রাক্কালে নারীদের নিয়ে এমন মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্য যে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে।

উল্লেখ্য, সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারে না। যদিও দেশটিতে কোনো আইনে নেই যে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ।

সূত্র : বিবিসি বাংলা

পূর্ববর্তী নিবন্ধ৪ জেলায় ১২’শ পরিবার পেল তাসমিয়া ট্রাষ্ট্রের ত্রান
পরবর্তী নিবন্ধহানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু