নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে মোসলেম উদ্দিন হাতেম নামে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি হলেন-মুন্সিগঞ্জের মোসলেম উদ্দিন হাতেম (৫৫)।

এর আগে, সকালে ডেমরার বাসিন্দা আবব্দুল্লাহ আল জাবের (৩০) ও ৩ বছরের শিশু আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, লঞ্চডুবির ঘটনায় আরেকজনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।

সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় লঞ্চের ভেতরে কোন মরাদেহ পাওয়া যায়নি। এখন পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় দুইজনসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
পরবর্তী নিবন্ধস্ত্রীর সহযোগিতায় শিশুকে ধর্ষণ স্বামীর