নামাজ আর সূর্য পুজায় মিল পেলেন আদিত্যনাথ

পপুলার২৪নিউজ ডেস্ক:
মুসলিম ধর্মাবলম্বীদের নামাজ আর হিন্দুদের সূর্য নমস্কারের আসনের ভঙ্গি, মুদ্রা, প্রণামের কৌশলে মিল আছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বুধবার লক্ষৌতে যোগ মহোৎসবের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তবে তার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম ধর্মের নেতারা।

যোগী আদিত্যনাথ বলেন, আপনারা লক্ষ করলে দেখবেন আমাদের মুসলিম বন্ধুদের নামাজের মতোই সূর্য নমস্কারের আসনে বসতে হয়।

তিনি বলেন, সূর্য নমস্কার আর নামাজে মিল থাকলেও এতদিন কেউ তাদের মেলানোর চেষ্টা করেনি। ধর্ম ও বর্ণের ভিত্তিতে যারা দেশকে ভাগ করে তারা কিভাবে যোগে বিশ্বাস করতে পারে?

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কমাল ফারুকি বলেন, ‘সূর্য নমস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থহীন। মুসলিমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারও প্রতি প্রার্থনা জানান না।’

পূর্ববর্তী নিবন্ধভোট দিলেন জয়া- ছায়েদ
পরবর্তী নিবন্ধসিলেটে জঙ্গি মুসার মা