নান্দাইলে আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি, পপুলার২৪নিউজ:

নান্দাইলে আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

ময়মনসিংহের নান্দাইলে  মো. রতন মিয়া(৪২)নামে এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  রবিবার আদালত বসিয়ে এই তাকে সাজা দেওয়া হয়।

রতনের বাড়ি উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিন শেরপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুছ সোবহান।নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়,উপ-পরিদর্শক নাজিম উদ্দিন ফোর্সসহ গতকাল শনিবার রাতে পৌরসভার নাথপাড়া মহল্লায় অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ী মো. রতন মিয়াকে নাথপড়ায় অবস্থিত তার ভাড়াবাসা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, গত সপ্তাহে আটক হওয়া পাইকারী ইয়াবা ব্যবসায়ী আবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. নুরুল হকের বাসায় রতন দীর্ঘ দিন ধরে ভাড়া থাকছে।  পুলিশের ধরাছোয়ার বাইরে থেকে ২ জনে মিলে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল নির্বিঘ্নে। নুরুল হক গ্রেপ্তার হওয়ার পর ভাড়াটিয়া রতন গা ঢাকা দিয়েছিল।

ইয়াবা ব্যবসায়ী রতনে আটকের পর রবিবার ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি ইয়াবা ব্যবাসা ও সেবনের কথা স্বীকার করেন। পরে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালত পরিচালনা করেন নান্দাইলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন।

পূর্ববর্তী নিবন্ধনীলফামারীতে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী
পরবর্তী নিবন্ধব্যাটসম্যানদের নিয়ে হাথুরুসিংহের রুদ্ধদার বৈঠক