নানা নাটকীয়তার পর সাকিব মাহমুদকে ভিসা দিলো ভারত

স্পোর্টস ডেস্ক:

নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ভারতের ভিসা পেয়েছেন সাকিব মাহমুদ। সিরিজ শুরুর মাত্র ৫দিন আগে ইংল্যান্ডের এই পেসারকে ভিসা দিয়েছে ভারত। অর্থাৎ আগামী বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে কোনো বাধা থাকছে না সাকিব মাহমুদের।

আজ শুক্রবারই দলের সঙ্গে কলকাতায় যাবেন সাকিব মাহমুদ। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সেই আগামী বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের গড়িমসির কারণে আবু ধাবিতে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সাকিব মাহমুদ। অর্থাৎ সতীর্থদের সঙ্গে যৌথ অনুশীলন ছাড়াই ভারতের মাটিতে পা রাখবেন তিনি। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভুত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড।

এবারের সফরে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ভারতীয় কন্ডিশনে জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডের সঙ্গে সাকিব মাহমুদকে নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক গঠনের পরিকল্পনা করেন বোলিং কনসালটেন্ট জেমস অ্যান্ডারসন। সাকিবের ভিসা জটিলতা কেটে যাওয়ায় এবার পরিকল্পনার বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছেন অ্যান্ডারসন।

শুধু সাকিব মাহমুদই নন, পাকিস্তান বংশোদ্ভুত হওয়ায় ২০২৪ সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীরগতির কারণে ভারতের বিপক্ষে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

যদিও এবারের সফরে আরও দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার আদিল রশিদ ও রিহান আহমেদকে আগেই ভিসা দিয়েছে ভারত।

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে প্রায় ৪৬ হাজার ৮০০
পরবর্তী নিবন্ধবিপিএলের মধ্যেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন পেসার খালেদ