নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারে নিহত ৩

জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (২৭) এবং সোহাগের পাঁচ বছরের ছেলে ইভান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিনজন মোটরসাইকেল আরোহী ছিলেন। লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০
পরবর্তী নিবন্ধএখন দেশ নয়, বাজার দখল করতে হয়: পরিকল্পনামন্ত্রী