পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায ১০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সদর উপজেলার ছাতনি ইউনিয়নের আগবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নফাঁস হওয়ার তথ্য পাওয়া যায়। পরে সত্যতা পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিভিন্ন মাধ্যমে তিনি দুটি শ্রেণির প্রশ্নফাঁস হওয়ার খবর পান। সবার হাতে হাতে প্রশ্ন, এমন বিষয়টিও কানে আসে।
তিনি জানান, তদন্ত করে খবরের সত্যতা প্রমাণিত হলে ১০২ স্কুলে গণিতের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান ইউএনও।