পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নাটোরে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার জেলার নলডাঙ্গার হালতিবিলে জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও বাগাতিপাড়া উপজেলার বড়পাকুরিয়া গ্রামে রেললাইনের পাশে গাছ কাটার সময় এক শ্রমিক মারা যান।
মৃত দুই ব্যক্তি হলেন নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামে আব্দুর রহমানের ছেলে আফজাল হোসেন ও বাগাতিপাড়া উপজেলার বড়পাকুরিয়া গ্রামের আমেদ আলীর ছেলে নজরুল ইসলাম।
নলডাঙ্গা থানার এসআই কৃষ্ণ সরকার জানান, সকালে কৃষক আফজাল হোসেন তার জমিতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন ঘরে যান। সেখানে শ্যালো মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার বড়পাকুরিয়া গ্রামে রেল লাইনের পাশে গাছ কাটছিলেন নজরুল ইসলাম। এ সময় রেললাইন দিয়ে রাজশাহী থেকে নাটোরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে নজরুল ইসলামের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নাটোরের রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত দেখা হচ্ছে বলে জানান তিনি।