নাখালপাড়া রেল বস্তিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর নাখালপাড়া রেল বস্তিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু ঘর-বাড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যায়নি। তবে আগুনের ভয়াবহত কম ছিল না বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে।

মঙ্গলবার রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে প্রায় সোয়া ১ ঘণ্টা পর যা নেভানো সম্ভব হয়।

ফায়ার সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, “আগুন বেশ বড় রকমের ছিল। আমাদের ৯টি ইউনিট কাজ করা মানে এর ভয়াবহতাও প্রচুর। ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না। তবে নিতান্তই তা কম নয়। কারণ পুড়েছে বহু ঘর।

পূর্ববর্তী নিবন্ধ‘রোনালদোর দুয়ো’ এবার তাড়া করছে লিভারপুলকে
পরবর্তী নিবন্ধছবির প্রচারে আব্রামকে নিয়ে মন্দিরে শাহরুখ