নাইজারে বন্যায় ৬৫ জনের প্রাণহানি

পপুলার২৪নিউজ ডেস্ক: নাইজারে তিন মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে রাজধানী নিয়ামির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মানবিক পদক্ষেপ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, নাইজারে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গত কয়েক মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ধসে পড়ায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আরও ১৪ জন পানিতে পড়ে মারা গেছে।

এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্য-দক্ষিণের মরাদি, পশ্চিমের তাহৌয়া ও তিল্লাবারি এবং দক্ষিণ-পশ্চিমের দোসো অঞ্চল।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, অতিবর্ষণজনিত কারণে রাজধানী নিয়ামিতেই কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানে বৃষ্টিপাতের কারণে নাইজার নদীর বাঁধ ভেঙে গেছে।

উল্লেখ্য, বিশ্বের শুষ্কতম দেশগুলোর অন্যতম হচ্ছে নাইজার। এতে দেশটিকে প্রায়শই খরার কবলে পড়তে হয়।

তবে দেশটির মাসের পর মাস ধরে বর্ষা মৌসুম চলার অভিজ্ঞতাও রয়েছে। আর তা সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে।

জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি ঘটছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জোর দিয়ে বলা হচ্ছে। নাইজারে গত বছর বন্যায় ৫৭ জন প্রাণ হারায় এবং ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জের ওই মসজিদ নীতিমালা মেনে হয়নি: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক ৫৫ লক্ষ টাকার জীবনবীমার চেক গ্রহণ করলো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে