নাইজারে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮

পপুলার২৪নিউজ ডেস্ক :

আফ্রিকার দেশ নাইজারে রাজধানী নিয়ামি বিমানবন্দরের কাছে একটি জ্বালানিবোঝাই ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাংকারটি রেললাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যাওয়ার পর সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হন। খবর এএফপির।

এ সময় কোনো কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় রোববার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নেন। একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রোববার মধ্যরাতের একটু আগে রেললাইনের ওপর ট্যাংকারটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হন।

এ সময় কারও হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মোটরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

নাইজারের প্রতিবেশী ও আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এ রকম এক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ পছন্দের কলেজে ভর্তি নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় শিক্ষার্থী-অভিভাবকরা
পরবর্তী নিবন্ধচুয়েট ক্যাম্পাসে ১২ফুট লম্বা অজগর সাপ ধরা পড়েছে