পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। তবে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সময় আবেদন করায় বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৬ সালের ১৮ জুন এ মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট। পরে ৩০ নভেম্বর এ মামলায় খালেদা জিয়া জামিন নেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলা করেন। পরবর্তী সময়ে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।