নরসিংদীর তিন জনকে পরিবারের কাছে হস্তান্তর

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আত্মসমর্পণকারী পাঁচজনের মধ্যে তিনজনকে ছেড়ে দিয়েছে র‍্যাব। তাদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বাকি দুইজন ছাড়া পাননি। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে র‍্যাব। রবিবার সন্ধ্যায় তিনজনকে নারায়ণগঞ্জে র‍্যাব ১১-এর সদর দপ্তর থেকে ছেড়ে দেওয়া হয়।

তারা হলেন- নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাসিকুল ইসলাম, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর রহমান।

র‌্যাবের কাছে বাকি যে দুইজন আটক রয়েছেন তারা হলেন- নরসিংদী উপজেলার চরদিঘলদী গ্রামের আবদুর রহমানের ছেলে সালাহউদ্দিন ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুর রাজ্জাকের ছেলে আবু জাফর। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার বিকাল ৪টা থেকে র‌্যাব ও পুলিশ নরসিংদীর গাবতলীতে লিবিয়া প্রবাসী মঈন উদ্দিন আহমেদের নির্মানাধীন দোতলা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে। রবিবার সকাল সোয়া ১০টায় অভিযান শুরু হয় এবং মাত্র ২০ মিনিটের মধ্যে সকাল ১০টা ৩৫ মিনিটে এ অভিযান শেষ হয়। আত্মসমর্পণ করে পাঁচজন। পরে তাদের নিয়ে যাওয়া হয় র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ কার্যালয়ে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
পরবর্তী নিবন্ধদুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক ডিসি কারাগারে