পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিশু জাহিদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি অ্যাপারেলসের স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শিবপুর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, সকাল ৮টার দিকে ভৈরব থেকে ছেড়ে আসার বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেন এবং মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর পুলিশের সহায়তায় বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন বলে জানান ওসি।