পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপে একটি তুলা ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১ কোটি টাকার তুলা ও সুতার ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৪টার দিকে হাজী আবদুল রাজ্জাক খাঁনের ওয়ালীউল্লাহ এন্টারপ্রাইজের তুলা ও সুতার গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা।
প্রথমে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। দীর্ঘ ৪ ঘণ্টা পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।