ঢাকার নবাবগঞ্জে সবুজ মণ্ডল (২২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা চক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ মণ্ডল উপজেলা সদর কাশিমপুর গ্রামের অজিত মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী মিষ্টি বিশ্বাস জানান, তার বাবার বাড়ি মাদারীপুর জেলায়। দুই মাস আগে সবুজের সঙ্গে তার বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় সবুজ ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে ফোন দিয়ে জানান তিনি বাড়ি ফিরছেন। এরপর বাড়ি না ফিরলে ১০টার দিকে ফোন দিলে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনের মধ্যে ১টি বন্ধ পাওয়া যায়। অপরটিতে ফোন দিলে রিং হলেও সেটি রিসিভ করেননি তিনি। এরপর একাধিক বার ফোন দেওয়া হয়। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান মেলেনি। সকালে সংবাদ পেয়ে থানায় এসে তার মরদেহ দেখতে পাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চন্দ্রখোলা চক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার ইজিবাইকটি পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে সবুজ মণ্ডল মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলো। তাকে দুইবার ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে সাজা দেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদক সেবনকারীরা বা কোনো মাদক ব্যবসায়ীরা জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হবে।