নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম।

এর আগে সোমবার নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষ থেকে রিটটি করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

পরে আইনজীবী ইউসুফ আলী জানান, ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ কারণে এ সময়ে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধআশুলিয়ার জামগড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৭২তম শাখার শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধডেঙ্গু কেড়ে নিল আরও এক যুবকের প্রাণ, ঢামেকেই ১৭ জনের মৃত্যু