পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলা নববর্ষের প্রক্কালে বিনোদন পিপাসু দেশবাসীকে অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে এ দু’টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর হাতিরঝিলে নির্মিত হলো এই অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন।
প্রধানমন্ত্রী বিনোদন স্থাপনা দুটি উদ্বোধনের পর দেশবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনা বলেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম।
তিনি বলেন, দেশবাসীর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর জীবনটাকে সহজ করার চেষ্টা করছে বর্তমান সরকার।
প্রধামন্ত্রী বলেন, হাতিরঝিলের দৃষ্টিনন্দিত স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ দেবে।
হাতিরঝিলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।